লেবেল

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বসন্তের চাঁদ - ৫ ।। বসন্তের চাঁদ গেছে বেনোজলে ভেসে — অশোককুমার লাটুয়া ( সেলুকাস )।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




। প্রতিদিন বিভাগ।। 

 ।।  ফেব্রুয়ারি সংখ্যা।। 

  ।। বসন্তের চাঁদ - ৫ ।


বসন্তের চাঁদ গেছে বেনোজলে ভেসে

 অশোককুমার লাটুয়া ( সেলুকাস )।

 


বসন্তের চাঁদ গেছে বেনোজলে ভেসে। 

শীতকাতুরে নদীটি আরামে পোহাচ্ছে রোদ। 

পোয়াতি ফুল গাছটি শুনছে 

বাতাসে রঙিন সরোদ। 

কেউ না কেউ আছে কাছেপিঠে। 

সম্ভাবনায় কোকিলটা গাইছে মনস্ক সুরেলা গান। 

রং-ফাগুন রংমিলান্তির করেছে আয়োজন। 

আত্মপ্রত্যয়ে ডগমগ করছে যুবতী কৃষ্ণচূড়া। পলাশ প্রপোজ করছে তাকে ছড়িয়ে ছিটিয়ে নতজানু হয়ে। 

পৃথিবীটাকে মনে হয় বুকের ভিতর হৃদয় করে রাখি ভালোবাসার অক্ষরে। 


অন্ত্যমিল খোঁজে তো সবাই 

পায়ের নূপুরে আর টেরিকাটা বসন্তের পাঞ্জাবীতে 

ধীর পায়ে হেঁটে যেতে যেতে। 


সময় কানামাছি। ছোঁয়া যায় কাউকে 

কাউকে ছোঁয়া যায়না। 

বসন্তের চাঁদ যায় বেনোজলে ভেসে। 

কাঠঠোকরা ক্ষত করে গাছ ঠোঁটের আরামে। রাত্রির নক্ষত্রে লেখা থাকে বিরহী বাদুড়ের নষ্টনীড় হাহাকারের ইতিকথা। 

নিভে যায় রং-তুলির সমস্ত কবিতা নিঃসঙ্গ মধুমাসে। 

বসন্তের চাঁদ যায় বেনোজলে ভেসে। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন