লেবেল

শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বসন্তের চাঁদ - ৭।। বাসন্তী চাঁদের রঙিন রূপকথা — গোবিন্দ মোদক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




। প্রতিদিন বিভাগ।। 

 ।।  ফেব্রুয়ারি সংখ্যা।। 

  ।। বসন্তের চাঁদ - ৭।




বাসন্তী চাঁদের রঙিন রূপকথা

গোবিন্দ মোদক


তুমি তো বলেছিলে 

বসন্ত আসেনি তেমন করে 

কিছু শীতটান রয়ে গেছে আলগোছে 

হলদে শাড়ির ভাঁজে, আমের মুকুলে 

অথবা আরো অন্য কোথাও …

অবেলার ধারে-কাছে থাকা  

বিশ্রম্ভালাপের মতো কিছু ঝরা পাতা 

ক্লোরোফিল শুকিয়ে যাওয়া 

খয়েরি কিছু মুহূর্ত …


তবু জানি –

কৃষ্ণচূড়া রঙ ছড়াবার অবকাশে 

চাঁদের কপালে চাঁদ দিয়ে যায় 

বাসন্তী টিপ, 

আবিরে আবির খেলে কিশলয়

শিমুল-পলাশের কানাকানি নিয়ে

লেখা হয় অন্য কোনো 

বাসন্তী চাঁদের রঙিন রূপকথা,

এসো, প্রেম বিষয়ক কোনো কবিতার

আলোয় লুকোচুরি খেলি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন