।। প্রতিদিন বিভাগ।।
।। সেপ্টেম্বর সংখ্যা।।
।। বিষয় - মা আসছেন—৬।।
সুকল্যানী
পুষ্প সাঁতরা
সবুজ চাদরে ঢাকা মাঠের শরীর
আকাশে শরৎ আলো
আলতা ছোপানো চরণ দুটি
উৎসবে উচ্ছলো।
হৈম সিংহাসনের সুকল্যানী
বাংলার মাটিতে
আশার সাগরে গচ্ছিত খুশি
পুজোর সংগীতে।
দুর্গতি থেকে রক্ষা করেন
মৃন্ময়ী অবয়বে
দুর্গা নামে দুর্গতি ঘুচে
আনন্দ আবেগে।
মা আসছেন মেল বন্ধনে
উৎসব মধুময়
গজবাহনে মর্ত্যে এবার
মনে সুবাতাস বয়।
মা আসছেন বেঁধে বেঁধে থাকি
হানাহানি দূরে যাক
ভালবাসাটুকু বুকের গভীরে
দৈন্যতা ঘুচে যাক!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন