।। প্রতিদিন বিভাগ।।
।। সেপ্টেম্বর সংখ্যা।।
।। বিষয় - মা আসছেন— ৭।।
মা আসছেন
জীবন সরখেল
মা আসছেন তাই নির্ভরতায়
সাহায্যের প্রশ্রয়ে
ডুবো জলায় ধান বুনে যায়
উদ্ধারে প্রত্যয়ে।
মহাজনের ঋণেও দেদার
জামা কাপড় কিনে
ফেরিওয়ালা সেজেই ঘুরি
ঘর হাটে দোকানে।
দুর্বলে অভয় দিতে মা
আসেন বছর বছর
চেতন জাগরণে সজাগ
দিবা নিশি প্রহর।
অসুর নাশে অগ্রণী' মা '
হবেন ঠিক সময়ে
শরৎ কাশে শিউলি পদ্মে
এই বিশ্বাস যায় বয়ে...
মায়ের ইচ্ছায় সাগর তুফান
অসুখ বিসুখ হাজার
নিমেষে হয় শান্ত-উধাও
সব দেশ কাল একাকার।
মা আসছেন তাই ভক্ত সুজন
সুখ আনন্দ গানে
দুঃখ কষ্ট ভুলে বোঝেন
সঠিক জীবন মানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন