লেবেল

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

। প্রতিদিন বিভাগ।। ।। সেপ্টেম্বর সংখ্যা।। ।। বিষয় - মা আসছেন— ৮।। আমার দুগ্গা — জয়শ্রী সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




   ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  সেপ্টেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় - মা আসছেন—   ৮।।




আমার দুগ্গা 

জয়শ্রী সরকার

মা আসছেন, আমার দুগ্গা আগমনীর সুরে
গুনগুনিয়ে গান গেয়ে যায় কোন্ সে অচিনপুরে !

আমার দুগ্গা দুঃখী বড়ই, চোখের জলে ভাসে
বুকের মধ্যে কষ্ট চেপে ঠোঁটের কোণে হাসে !

আমার দুগ্গা বানভাসিদের অশ্রুরই সংলাপে
আমার দুগ্গা কলার ভেলায় হাড়হিম হয়ে কাঁপে !

আমার দুগ্গা কক্ষনো তো যায়নি শপিং মলে
আমার দুগ্গা গুগলি খোঁজে খাল-বিল-দিঘি-জলে !

আমার দুগ্গা পায়নি কখনো মাটন-বিরিয়ানি
আমার দুগ্গা হাস্যমুখেই খেয়ে নেয় আমানি !

আমার দুগ্গা ধর্ষিতা হয় কালের লোলুপ লোভে
আমার দুগ্গা গুমরে কাঁদে অসহায় এক ক্ষোভে ! 

আমার দুগ্গা অপাপবিদ্ধ, বড়ই সরল-মতি
আমার দুগ্গা কাজ করে যায়, একটুও নেই যতি !

আমার দুগ্গা ঘর বাঁচাতে নিজেকেই দেয় সঁপে,
আমার দুগ্গা নষ্ট তো নয়, টিকবে কী আর ধোপে ?

আমার দুগ্গা দূর আকাশে শুধুই চেয়ে থাকে
আমার দুগ্গা আনমনেতে দুর্গামাকেই ডাকে !

আমার দুগ্গা রূপক মাত্র, সময়ের কলতান ----
আমার দুগ্গা তাই গেয়ে যায় ঝরাপাতাদের গান !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন