।। প্রতিদিন বিভাগ।।
।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। বসন্তের চাঁদ - ১৫।।
আমার ফাল্গুন
অজিত দেবনাথ
এখন ফাল্গুন, ঝরে পড়ে পাতা ও পুষ্পস্তবক,
হাওয়ায় দোলে প্রেম, হৃদয় চঞ্চল,
গাছে গাছে আকাশে বাতাসে রোমাঞ্চের আগমন
আমার হয়নি ছুটি
আমারও ছিল নির্মল বিস্তৃত আকাশ।
ফাল্গুনে যৌবনের উচ্ছ্বাস, চারিদিকে
সৌন্দর্যের প্লাবন, ঝরাপাতার নিঃসঙ্গ কলরোল,
রঙের বাঁধভাঙা খেলা
সবার হয়েছে বন্দিত্বে মুক্তি
আসেনা কেউ কাছে
উচ্ছ্বাসহীন আবির ঝরে পড়ে
খেয়াঘাটের উপর।
কিন্তু আমি রঙের খেলায় ভেসে যেতে চাই,
হৃদয়ের জটিল গিঁটগুলো ছিঁড়ে গোপনে ঢুকে যাই রঙের লুকোচুরি খেলায়,
ভিড়ে মিশে থাকা যুবকের হৃদয়ে স্থাপন করি পলাশের মতো যৌবনতৃষ্ণা।
রঙের ছোঁয়ায় মন মেতে ওঠে, যৌবনের উল্লাস জাগে-যেমন কোনো আকাঙ্ক্ষার হাঁস পুকুরে খুঁজে বেড়ায় পদ্মের কোরক
আমার ফাল্গুনও আজ কাঠবিড়ালির মতো ছুটে বেড়ায় এদিক-ওদিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন