।। প্রতিদিন বিভাগ।।
।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। বসন্তের চাঁদ - ১৬।।
শরীর জুড়ে বসন্ত
বাবলু গিরি
নিজেকে রক্তাক্ত করতে
শরীরের গোপন আঁচল খুলে ফেলি ।
ওই মেতে ওঠে বসন্তসেনার আলুথালু অঙ্গ।
লিখেছি লজ্জা,সারা অঙ্গে রাতের ভাষা।
সব খিস্তি খেউড়,উড়ে চলে বিহঙ্গের মতো ।
সিক্ত শরীরে ভাস্কর্য এঁকে দাও চারু।
পাহাড়ের নদীর মতো উদ্দাম ডগমগে ।
বাঁধন ছেঁড়া ফাগুনে ভুলে যাব, কি ছিলো কাল
কি হবে আগে, আগুনে -ডুব দেবো ।
ওই আসছেন চুম্বনে আগুন জ্বালবেন ক্তঁ স্বাহা।
শরীর জুড়ে রঙের খেলা,রঙের স্নানঘরে -
শঙ্খ বাজাও, চুমুক দাও, আহা -
অমৃত মন্থনে ছিটকে পড়ে গরল অমৃত।
আহা মাখাও বসন্ত, মাখাও অঙ্গ জুড়ে রং।
মাখাও সর্বনাশ,শরীরে আজ বসন্ত ।
খোলো আভরণ, কিঙ্কিণী, দেখ আমার
শরীর জুড়ে আহা,বসন্ত জেগে আজে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন