লেবেল

শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —৮।। রাতের নোনাহাওয়ায় — বিকাশ ভট্টাচার্য।।Ankurisha .। E.Magazine।। Bengali poem in literature।।




।।  প্রতিদিন বিভাগ।। 

।। নভেম্বর সংখ্যা।। 

।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —৮।। 




রাতের নোনাহাওয়ায়

বিকাশ ভট্টাচার্য 


আমরা ভালোই ছিলাম জনা কয়েকের রাণিটুনি পরিবারের মতো। আমরা জমাট ছিলাম নরমে-গরমে কোমলে-কঠোরে।
আমাদের হাতগুলো সহজেই পৌঁছে যেত সকাতর হৃদয়ের দিকে। সাতপাঁচ ভাবনার খানাখন্দ তোয়াক্কা করিনি। শাদা  কথার নুড়ি ঘেঁটে খুঁজিনি বিষপাথর। আমরা তবু ভালোই ছিলাম অনটনে আনন্দে উৎসবে। আমাদের খুশি উপচে পড়তো সমুদ্রফেনার মতো হঠাৎ দেখায়। একসঙ্গে ছুঁয়েছি নীল ঢেউ, ততোধিক শুনেছি ঝরনা পাহাড়, সর্বগ্রাসী ধোপদুরস্ত রাবণের ক্ষুধা আর তার খাওয়ার তরিকা। দেখেছি কেমন করে বন্দি হতো রূপকুমারী রাজকন্যেরা; অথচ রক্তাক্ত ঠোঁট আর চোখের কোলে জমাট রক্তরেখায়  আজ আর তাদের চেনা যায় না। বিষাদসিন্ধুর তীরে আমরা যেন কালের সূর্যাস্ত দেখবো ব'লে দাঁড়িয়ে পড়েছি। সমাসন্ন রাতের নোনাহাওয়া আমাদের চোখেমুখে ঝাপটা দিয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন