লেবেল

শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —৭।। এক রাতে — সুমন দিন্ডা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




।।  প্রতিদিন বিভাগ।। 

।। নভেম্বর সংখ্যা।। 

।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —৭।। 



এক রাতে

সুমন দিন্ডা 


কোনো একরাতে জ্যোৎস্না ফুটে যেতে পারে শরীরে। মুগ্ধ দৃষ্টি ছুঁড়ে দিয়ে ছাতে বসে কিছুটা নেশা করা যেতেই পারে। পাশে থাকুক প্রিয় কোনো মানুষ, কিংবা ডেকে আনা কোনো পার্ষদ। একটা বা দুটো তারা, একটু পেছনে, নেহাৎ সাদামাটা। দেখেও দেখতে চাওয়া যাবে না। কিছু শব্দের খেলা হোক, শরীর তো ভিজেই আছে। পার হয়ে যাওয়া নদীর মতো মনে জাগুক নিস্তব্ধতা। কবিতার মতো আর কোনো নিস্তব্ধতা আছে কি? অতএব কলম আর মন জুড়ে সাজানো হোক চিত্র। আলো কিংবা অন্ধকার যাই আসুক চলবে। 
   এই রাত কেবল তোমাকেই ছুঁয়ে যাবে। মুঠোয় না রাখলে আফসোস করা ছাড়া কিছু থাকবে না। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন