।। প্রতিদিন বিভাগ।।
।।জুলাই সংখ্যা।।
।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -১৭।।
উল্টোরথে
কালাকার
চলনা রে দীপ আয়না মিলি
উল্টোরথে যাই,
রথের রশি টানবো কষে
খাব রসমালাই।
কিনব নানান গাছ গাছালি
নানান ফুলের চারা,
ফুচকা চাউমিন খেয়ে পিৎজা
হবো আত্মহারা।
নাগরদোলায় চড়বো রে খুব
আর ঘূর্ণিদোলা,
মন খুশিতে ছাড়বো বেলুন
হয়ে আত্মভোলা।
বঙ্কিমের ওই রাধারানী
যদি খুঁজে পাই,
খোঁপায় গুঁজবো বেল ফুল মালা
ওর হাসি দেখতে চাই।
গুড় জিলাপি আনবো কিনে
মা-বাবার তরে,
চপ বেগুনি তারই সাথে
ব্যাগ ভর্তি করে।
চলনা রে যাই মন কেমনের
আজকে ফিরেন রথে,
দুচোখ ভরে জগন্নাথকে
করতে প্রণাম পথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন