।। প্রতিদিন বিভাগ।।
।।জুলাই সংখ্যা।।
।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -১৬।।
ভালোবাসি
তীর্থঙ্কর সুমিত
রথের দড়ি টান পড়েছে ঘুরছে রথের চাকা
রাস্তাঘাটে ভিড় জমেছে মন্দির আজ ফাঁকা
চারধারেতে উঠছে যে রব হই হই হই হই হই
মাগো আমার ছেলেবেলার দিনগুলো সব কই
হারিয়ে গেছে অনেক কিছু অনেক চেনা সুখ
জীবন পথে হোঁচট খেয়ে আলতো অভিমুখ
মনের কোণে জমছে এখন ক্যকটাসের ই হাসি
সত্যি মাগো ছেলেবেলা বড়ই ভালোবাসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন