।। প্রতিদিন বিভাগ।।
।।জুলাই সংখ্যা।।
।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -১৮।।
জগন্নাথের রথ
প্রদীপ্ত সামন্ত
ওই যে দেখো জগন্নাথের রথ
পাশেই চলে সুভদ্রা বলরাম ,
চলার মানেই জীবন অগ্রগতি
কাটবে ওই ভয় জড়তা ভীতি ।
হাত পা নেই ঠুটোই তিনি বটে
তবুও তিনি হলেন জগৎস্বামী
সব দিকেতেই নজর রাখেন যিনি
পথ দেখিয়ে পথ চলাতেও তিনি ।
জগন্নাথের রথ কি শুধুই রথ ?
একটি কেবল কাঠের কাঠামো ;
জানতে গেলে ধ্যান-পূজা-পাঠ লাগে
ভেতর থেকে অন্তর্যামীই জাগে ।
জগন্নাথের রথ চালাতে গিয়ে
রথের রশি একটু ছুঁতেই চাই ,
কালের যাত্রা মন্ত্র 'চরৈবেতি'
-- মানেই হল 'নেতি থেকে ইতি' ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন