।। প্রতিদিন বিভাগ।।
।।জুলাই সংখ্যা।।
।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -১৯।।
রথযাত্রা ও সনাতন ধর্ম
ঋদেনদিক মিত্রো
সনাতন হিন্দু ধর্ম বলো তো কী মধুর,
কত রকম উৎসবেতে চিন্তাধারা সুদূর,
তার মধ্যে রথযাত্রা একটি উৎসব,
চাকা লাগানো কাঠের ঘর নিয়ে কলরব,
হাজার-হাজার মানুষ এসে সেই ঘরকে ঘিরে --
মেলা করে ঠাসাঠাসি প্রান মজানো ভিড়ে,
দড়ি দিয়ে সেই রথকে কত লোক টানে,
পবিত্রতার আনন্দতে সবাই মিলে নামে।
কত রকম করে সাজে রথের মুগ্ধ রূপ,
সনাতন ধর্ম কত অনুভূতির সুখ।
রথ মানে তো এগিয়ে চলা, এটাই অনুভব,
রথযাত্রা তারই প্রতীক, সনাতন উৎসব।
বছরে এই মেলা আষাঢ় শুক্লা দ্বিতীয়ায়,
আষাঢ় শুক্লা দশমিতে রথটা ফিরে যায়,
ফিরে যাবার দিনকে বলে উল্টো রথের মেলা,
এ-উৎসবে মেতে ওঠে দুই দিকে বাংলা,
উড়িষ্যার পুরিতে এর মূল উৎসব হয়,
এর পিছনে ইতিহাসের কাহিনী বিষ্ময়।
এই উৎসব ছড়িয়ে গেছে সারা বিশ্ব-মাঝে,
সনাতন ধর্ম নিয়ে পৃথিবীটা জাগে,
সনাতন ধর্ম মানে চিরন্তনী জ্ঞান,
কত রকম অনুভূতি, কত রকম ধ্যান,
কত রকম ব্যাখ্যা আর আলোচনার ধারায় -
সনাতন ধর্মটাই মানুষকে ভাবায়।
সনাতন ধর্ম হল আত্ম-বোধের স্তব,
তার মধ্যে রথযাত্রা একটি উৎসব।
জগন্নাথদেব, বলরাম ও শুভদ্রা দেবী,
তিন ভাইবোন বসেন রথে, সাজানো বেদী,
কেমন করে এঁরা এলেন রথযাত্রার কারণ,
সেই কাহিনীর ইতিহাসটা খুবই মনোরম।
সনাতন ধর্ম মানে আলোয় জেগে ওঠা,
প্রকৃতির সঙ্গে মিলে মঙ্গলকর প্রথা।
অনেক রকম কুসংস্কার, নয় কো সনাতন,
সনাতন মানে হলো শুধু ভালোর জীবন,
কিন্তু অতীত কাল থেকে যে কারা কিভাবে --
নানা রকম অজ্ঞতাকে সনাতনের মাঝে --
ঢুকিয়ে দিয়ে নষ্ট করে সনাতন-সম্মান,
সেগুলি না বুঝে কেন করবে অভিমান?
সনাতন মানে হল জীবন হেঁটে যায়,
কালের প্রকরণে চলো আধুনিকতায়।
আধুনিকতা মানে তো নয় পুরনো হলেই ভুল,
আধুনিকতা মানে হল, বিশ্ব জগৎ কুল --
অজানা রহস্যয় বাঁধা কত কী দিশারী,
সনাতন ধর্মকে কি না মেনে কেউ পারি?
সনাতন ধর্ম সেটাই, শুধু খুঁজে চলো,
সনাতন ধর্ম মানে সত্য কথা বলো।
সনাতন মানে হলো এই সৃষ্টি লোকে --
কী দেখছি, কেন দেখছি আমাদেরই চোখে,
এসব নিয়ে অনেক কিছু অনুভবের ধারা,
সনাতন ধর্ম মানে আকাশ ভরা তারা,
সনাতন ধর্ম মানে ভোরের সূর্যোদয়,
সনাতন ধর্ম মানে, জীব, প্রকৃতির জয়।
সনাতন ধর্ম মানে হাত খুলে দাও মেলে,
বন্ধুত্বের জন্য তুমি এই বিশ্বে এলে।
সনাতন ধর্ম মানে সুস্থ হয়ে বাঁচা,
কোনো কিছু না বুঝে নয় পাগল হয়ে নাচা।
প্রাণ এবং প্রকৃতির মাঝে যে-বন্ধন,
সেটাই সনাতন, জেনো সেটাই সনাতন।
সনাতন ধর্ম মানে কত কী জিজ্ঞাসা,
প্রতি শ্বাসে দেহে মনে জ্ঞানের পিপাসা।
অন্য কোন্ ধর্ম কেমন এসব প্রশ্ন নয়,
সনাতন ধর্ম মানে ভালোবাসার জয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন