।। প্রতিদিন বিভাগ।।
।।জুলাই সংখ্যা।।
।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -২০।।
রথ যাত্রা
শ্রাবণী বসু
আকাশ ভেঙে বৃষ্টি এলো -
মেঘলীন রথের চূড়াটি ভিজতে ভিজতে
হয়েছে রঙিন জলছবি,
ফুল থেকে জল ঝরছে - টুপ ,টুপ ,টুপ,
কাঠামো থেকে জল ঝরছে, ঝুপ,ঝুপ, ঝুপ ,
আকাশের ঢাকনাটা আজ কে যেন সরিয়ে দিয়েছে,
কোদালে মেঘের সিঁড়ি দিয়ে নেমে এলেন স্বয়ং বলরাম,
বীজের ভিতর রেখে এলেন পদচিহ্ন,
মাটির মধ্যে রেখে এলেন শস্যের সম্ভার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন