লেবেল

বুধবার, ২ আগস্ট, ২০২৩

অভিজ্ঞতা —৩ ।। অঙ্কুরীশা পত্রিকা ও আমার ভাবনা — হীরক বন্দ্যোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





অভিজ্ঞতা —৩


অঙ্কুরীশা পত্রিকা ও আমার ভাবনা 

হীরক বন্দ্যোপাধ্যায় 



অঙ্কুরীশা পত্রিকা র সঙ্গে যেহেতু আমি তার জন্মলগ্ন থেকে যুক্ত ।প্রথমে ভেবেছিলাম অন্য অনেক 
ই ম্যাগের মতোই হবে আর কিছু দিন  বাদেই বন্ধ হয়ে যাবে ।কিন্তু প্রতিটি কাজ এতোই ধ্রুপদী এই পত্রিকার স্বাতন্ত্র্যবোধ পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিবেশন এবং বানানবিধি আমাকে অচিরেই মুগ্ধ করে ।
বিভিন্ন প্রান্তের  কবি ও লেখকদের সম্মেলন লেখার উৎকর্ষতায় সমৃদ্ধ এই পত্রিকার ইউ এস পি।
আমি যেমন এখানে গুচ্ছ কবিতা লিখেছি,দীর্ঘকবিতা লিখেছি তেমনি গল্প লিখেছি।
সম্পাদক নিজেও একজন প্রথিতযশা কবি ও গদ্যকার এবং  তার অক্লান্ত পরিশ্রম এক প্রথম সারির  পত্রিকাতে রূপান্তরিত করতে সহায়তা করেছে।
পত্রিকা এবং সম্পাদক উভয়ের দীর্ঘ জীবন কামনা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন