লেবেল

বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

অঙ্কুরীশা পত্রিকা ও আপনার অভিজ্ঞতা ।। অভিজ্ঞতা -৪ — স্মৃতি শেখর মিত্র।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





অঙ্কুরীশা  পত্রিকা ও আপনার অভিজ্ঞতা 



অভিজ্ঞতা -৪
স্মৃতি শেখর মিত্র


অঙ্কুরীশা পত্রিকায় আমিও অনেকদিন ধরেই
লেখালিখি করি এবং পত্রিকার একজন গুণমুগ্ধ পাঠক।ই-পত্রিকা হিসেবে পত্রিকাটি যথেষ্ট পরিচিতি লাভ করেছে। অনেক গুণী লেখক ও লেখিকারা এই পত্রিকায় নিয়মিত লিখে থাকেন
এবং আনন্দের সঙ্গেই লিখে থাকেন। সুস্থ
সংস্কৃতির ধারক এবং প্রতীক হিসেবেই এই পত্রিকা বিবেচিত হয়। এখানে লেখক লেখিকাদের স্বাধীনতা বর্তমান। তাছাড়া পত্রিকার সম্পাদক একজন শিক্ষক। তিনি জীবনে অনেক কঠিন সময় পার করে এসেছেন।
কবিতাই তাঁর প্রাণ; তিনি কবিতার সঙ্গে পরিপূর্ণভাবে সম্পৃক্ত। এছাড়া তিনি অতিশয় সদাশয় মৃদুভাষী একজন ব্যক্তি। তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি তাঁর সম্পাদনার কাজে বিমূর্ত হয়ে ফুটে ওঠে। এই পত্রিকার শারদীয় সংখ্যা এবং অন্যান্য দু একটি সংখ্যা মুদ্রিত আকারে বের হয়। প্রতিদিন সকালে নিয়ম করে অঙ্কুরীশা
ই-পত্রিকা পাঠকদের কাছে পৌঁছে যায় এটা পত্রিকার একটি বিশেষ দিক। অঙ্কুরীশা সাহিত্য পত্রিকার দীর্ঘজীবন কামনা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন