লেবেল

বুধবার, ২ আগস্ট, ২০২৩

স্বাধীনতা বিষয়ক কবিতা —৩ ।। স্বাধীনতার গল্প — সমাজ বসু।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




স্বাধীনতা বিষয়ক কবিতা —৩



স্বাধীনতার গল্প

সমাজ বসু

সবাই স্বাধীনতা চায়,
সংসারী মানুষ থেকে পাখি---
পাখি থেকে বনের প্রাণী। মাছও জাল ছিঁড়ে নদীতে মিশতে চায়---
শিল্পীমাত্র ভাব, ছন্দ ও শৈলী বদল করে ---
এমনকি প্যারোলে মুক্তি পাওয়া সাজাপ্রাপ্ত আসামীও
কয়েক ঘণ্টা স্বাধীনতার স্বাদ পায়---


স্বাধীনতা মানে শুধু বন্দুকের ট্রিগার নয়,
যে কোন প্রতিবাদ ও মুক্তির ইচ্ছাই স্বাধীনতা---
আর এভাবেই এক একটা বর্ণ কিংবা জাতি
পরাধীনতার অক্ষর মুছে মুছে স্বাধীনতার গল্প লেখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন