লেবেল

শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -৩০ ।। ভাষা - সৌম্য ঘোষ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -৩০




ভাষা

সৌম্য ঘোষ



আঁকতে পারি একের পর এক বৃত্ত, দিনের পরে আরও একটা দিন
সব শব্দ থেমে গেলে কত ফুল ফোটে
সমস্ত কর্মকাণ্ডের শেষে নতুন এক পর্ব,
আবারও অপেক্ষা।

নদীর দীর্ঘ পথের ক্লান্তিহীন নিঃশ্বাসে শুধুই আক্ষেপ
পাড় ভাঙতে ভাঙতে গর্ভে পলির স্তূপ
ঘোলা ঢেউয়ের ঝাপটায় ভুলের ইতিকথা,
শোনার কেউ নেই।

দুপুরের রোদ এসে পড়লে বুকের আয়নায় মুহূর্তে ভেসে ওঠে ছবি
কী স্নিগ্ধ একটা মুখ,
আমার ভাষার।

২টি মন্তব্য: