রবিবারের পাতা -১
নিজস্ব চাওয়াগুলোর যখন মৃত্যু হয়!
বিদ্যুৎ দাস
শুধু এক চিমটে ভালোবাসা চেয়েছিলাম
মধ্য যৌবনের মহাসঙ্গীতের তীরে
আমার চলার পথে
কখনো আমি অন্যায় করিনি
আর...
যে গাছে প্রস্ফুটিত গোলাপ
তা আমি কখনো ছিঁড়ে ফেলিনি
সৌন্দর্য ভরা পদ্মের মৃণাল
আমি কখনো ভাঙিনি
শরতের শিউলি ঝরে পড়া ধুলো থেকে
আমি কখনো তুলিনি
ভোরের কুয়াশা মাখা দূর্বাঘাসে জমে থাকা শিশির বিন্দুকে
পা দিয়ে কখনো আমি মাড়াই নি
হেমন্তের মৃদুমন্দ হাওয়া কখনো থেমে যাক
তা আমি কখনো চাই নি
বর্ষার মেঘ বৃষ্টিকে থেমে যেতে
আমি কখনো বলিনি
ফাগুনের ঝরে পড়া পলাশের বনে শুকনো পাতায় আমি কখনো আগুন লাগাইনি
অথচ আমার জীবন থেকে কেড়ে নেওয়া ভালোবাসা
আজও আমায় রাতের প্রহরে ডেকে যায়
ভোর হয়...
একটু সুখের জন্য...
নিজস্ব চাওয়াগুলোর যখন মৃত্যু হয়!
আবারও রাতের অপেক্ষায়...
✍🏾✍🏾 🙏লেখা আহ্বান 🙏✍🏾
এই বিভাগে আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত যে কোনো বিষয়ক কবিতা, গল্প,প্রবন্ধ ফিচার প্রভৃতি সরাসরি মেল বড়িতে টাইপ করে পাঠিয়ে দেন।
ankurishapatrika@gmail.com
মনে রাখবেন আপনার এই লেখাটি প্রতি রবিবার প্রকাশিত হবে।।

অসাধারণ একটি কবিতা।পাঠে মুগ্ধ হলাম।
উত্তরমুছুন