জীবনবোধের কবিতা -১১
মাপকাঠি
পুষ্প সাঁতরাসময় বিষয় বিষম দুঃখের সংগীত
বাড়াও হাত মানুষ আর্ত জনের হিত
অনুষঙ্গ যতই থাক সমপ্রান সংগত
পাপড়ি কোমল স্পর্শে হোক মাথা নত।
চেতনা রশিতে লাগাম আমির বরাদ্দ
সাড়ে তিন হাত মাটিতে বাস্তব গদ্য।
বুদ্ধির সাথে বোধের দোস্তি ষোল আনা
জ্ঞানের সাথে সুদ্ধির নির্মাণ আস্তানা।
সত্যের সাথে যোগ ধর্ম যুক্তি মুক্ত ডানা
বোধের এবিস্তৃতি গীতা ভাগবতে জানা।
দুর্বল কায়া নাচে ছায়া স্থির তা তা থৈ থৈ
হাঁড়ি কুঁড়ি খই শিমুল উড়ছে আকাশে ঐ ।
অগ্নিভুঁড়ি ফাটে আগুন ধ্বনি বিন্যাস
আঠারো যোগে দর্শন বোধের বেদব্যাস।
হামাগুঁড়ি দেয় সূচনা শঙ্খ শিশুরোদ
কিছু ফাঁক- ফাঁকি হৃদয় জীবন বোধ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন