জীবনবোধের কবিতা -১০
কবিতা ৪ : রুদ্রপদাবলী
বিকাশ ভট্টাচার্য
মন্দির চাতালে দাঁড়িয়ে শালপাতায় চেটে খাব
ঠাকুরের ভোগ
দরগার পাশে পাশে করতল পেতে রাখব
শূন্যের কাছে
শূন্যতাই ইনশাল্লাহ পরমেশ্বর
জন্মদিগম্বর তাই লাজবস্ত্র খুলে ফেলে
হাওয়াতে ওড়াব
এতে যদি খিদে বাড়ে কেড়ে খাক অঙ্গশ্রীকাতর
সবই তো নিয়েছ তুমি ছঘরা দেউলও তোমার
লেলিহান জিভে পোড়ে নির্ভয়া রূপ কানোয়ার

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন