জীবনবোধের কবিতা -৯
জীবনবোধ
অশোক রায়
রাস্তা দিয়ে যাবার পথে
একশো সমস্যা পিছু টানে
এত দিনের এত বিদ্যা
আমায় বোঝায়
পিছু ফিরো না এগিয়ে চলো
সাহায্য চাইলে না বলতে
দেরি কোরো না
ব্যথা হচ্ছে? বেদনা?
ভুলে যেতে সময় লাগে না
ছন্দ হারিয়েছ কোই বাত নহি
পানশালা খোলা আছে কাছেই
ট্রাঙ্কের ভেতর সিন্দুকের চাবি
গাছের কোটরে থাক না ডিম
বেদনা পদ্মপাতায়
মনের পর্দা না টলকায়
আমার ভুখন্ডে ধু ধু প্রান্তর
মনোবীক্ষণে কষ্ট নেই
শতবার নাচি তা থৈ থৈ
আমার জুতার ধুলোয়
কত স্বপ্নর মৃত্যু হয়
জানতে ইচ্ছেও হয় না
ওরা ছটফট করুক শত
আমি আমার অধ্যয়নে রত
দুঃখের শীত লাগেনা গায়
আমি উদাসীন এক মহাশয়।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন