জীবনবোধের কবিতা - ৮
এখনও কিছু অন্ধকার বাকি
দীপক বেরা
আমার বাড়ির বাইরে বেরিয়ে
অনেক বাড়ি দেখার দেখার পরও
ওপাড়ার অনেক বাড়ি আজও আমার অচেনা
অনেক কষ্টে পাথর সরিয়ে এগিয়ে চলেছি
চারদিকটা কেমন যেন অচেনা লাগে আজ
এখনও অনেক দেখা বাকি---
আকাশের কোল গড়িয়ে সন্ধ্যা নামে
ছোটবেলার গন্ধমাখা অদ্ভুত রকমের
গা-ছমছমে ভূতুড়ে সন্ধ্যা
দূর থেকে একটানা চিৎকার ভেসে আসে
কম্পিত বার্ধক্য--- হয়তো ধরা পড়েছে---
কোনও চোর, বদমাশ, কিংবা পাচারকারী
তাকে বেদম মারছে পুলিশ
প্রচন্ড আঁধারের ভিতর এক মহান মৃত্যুবোধ!
এখনও কিছু অন্ধকার বাকি---
মধ্যরাত্রির মগ্নচৈতন্য জুড়ে ছুটতে শুরু করি
আমার অবহেলার উঠোনে লুটিয়ে পড়ে আছে
মাধবীলতার জঙ্গল
সেখান থেকে বয়ে আনতে হবে ফুলের সুগন্ধ
অন্তিম জীবন আছে সেই অপেক্ষায়
আমাকে আনতেই হবে
এখনও কিছু অন্ধকার বাকি--- এখনও---
ঝিনুকের নিভৃত বুকে নরম আদরে
জমে থাকা মুক্তোর মতো ভোর নামা বাকি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন