লেবেল

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

জীবনবোধের কবিতা -৭ ।। স্বাধীনতা — সুধাংশুরঞ্জন সাহা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





জীবনবোধের কবিতা -৭



স্বাধীনতা

সুধাংশুরঞ্জন সাহা

মানুষকে বুঝতে দিন স্বাধীনতার মানে।
ঋতুর মতো, নদীর মতো,অরণ্যের মতো
মানুষও প্রকৃতির সৃষ্টি।

মানুষকে একটু কথা বলতে দিন।
সংবিধান আর কাঁটাতারে আটকে রাখবেন না।
একটু উড়তে দিন মানুষকে।
মানুষও তো পরিযায়ী পাখির মতো
উড়তে চায় নানা আকাশে ...
ভিসা পাসপোর্টে আটকে রাখবেন না।
মানুষ জানুক
সারা পৃথিবীটাই তার বাসভূমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন