জীবনবোধের কবিতা -৬
জীবন খোঁজে আহ্নিক গতি
বিকাশ চন্দ
মরণ গুহায় বাঁচার হদিশ শরীর নিয়ে নিছক হয়রানি
বদ্ধ ঘরের সংসারী খবর আগলে অযৌক্তিক আগল
ঝুলে আছে ত্রিপল কালো সময় মধ্য যুগের পাপ প্রেত
আলুথালু কোঁকড়া চুলে ডাগর চোখে আত্মার কোটর
কোঁচড় খুলে আলো কুণ্ডলি আঁকে নতুন আয়ুর অন্ত্যমিল
ছায়ামূর্তি ভাঙে হাজারো দুঃখের অজস্র মেধা বৃত্তি কঙ্কাল
চন্দ্রিমার মায়া মুখে কত রকম রঙ প্রতিবাদী পিলসুজ
নম্র হাসি জল ছায়ায় হাড় মাংসের কুঠুরি জানে প্রহসন
দাঁতের কামড় ছুঁয়ে দেখিয়ে দিল মনোময় অন্তর দাগ
নির্জন অতীত জানে গহীন পথ কোথাও ছুঁয়ে গেছে উরু সন্ধি
অসংখ্য পাতার আড়াল থেকে খসে পড়ে কখনো অন্বিষ্ট ফল
নিভৃত শূন্যতায় পাঁজর ছেঁড়ে রক্তহীন কেবল চোখের দুঃখ
আঁচলে বেঁধে নিলে অনির্দিষ্ট শস্য ফসল নির্লিপ্ত ভাস্কর লিপি
চাইলে শোন নীরব ভাষা কোনো চোখে মুখে অন্য প্রতিভাস
যাপন কাল অন্ধকার গরলে ভেজে অপাপ বিদ্ধা
আঁচলে জীবনের অস্তিত্ব বাঁচে দেশান্তরি সাম্য শুদ্ধি কাল
মানব জমিতে কান পেতে শোনো শাসকের নিন্দে স্তুতি
বিষ কল্প অস্তিত্ব আঁচড়ে জীবন খোঁজে আহ্নিক গতি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন