জীবনবোধের কবিতা -১২
শূন্যের ভিতরে যেন
দীপক বন্দ্যোপাধ্যায়
শূন্যের ভিতরে যেন আরো খানিক শূন্য হতে থাকি...
নিজের কাছেও রাখিনা কোনো নিজের প্রতিশ্রুতি ।
অপ্রতিরোধ্য সময়ের পাশ দিয়ে এক পা দু'পা হাঁটি---
কোন্ সৃজনের ভুবনডাঙায় একটু আসন পাতি !
বয়স তো বাড়ে, ভাঁড়ার শূন্য, বধির অক্ষমতা ;
অভিজ্ঞতার আকাশ জুড়ে মেঘের ঘনঘটা---
বৃষ্টিশব্দে সজল সন্ধ্যা ডাক দিয়ে আনি ঘরে,
কোন্ সে আশার জাল বুনে চলি ঘরের অন্ধকারে ?
মাথার মধ্যে গোধূলি জড়ানো এলোমেলো ছোটাছুটি--
অস্থির মন থামবে না বলে প্রতিজ্ঞা রোজ করে ।
অথচ নিজেই জানিনা এখনো কোথায় যে যেতে হবে,
বিরামবিহীন আশঙ্কা নিয়ে ঠিকানার স্তূপ ঘাঁটি ।
ফুরিয়ে আসা প্রবাহভাটায় বাতিল হতেই থাকি ;
নষ্ট সময়ে বিষণ্ণ চাঁদ দেয় কী প্রতিশ্রুতি ?
তবু যে পথ দূরের বাঁকে, অচেনা সে পথে হাঁটি---
ঘাসের গালিচা ডেকে নিলে তাতে স্বপ্নবিছানা পাতি !

খুব ভালো লাগলো কবিতাটি। সুন্দর।
উত্তরমুছুনএই কবিতার ভাব আমাদের ভেতরের শূন্যতাকে নাড়া দেয়।
উত্তরমুছুন