লেবেল

বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

জীবনবোধের কবিতা -১৪ ।। রসায়ন — ফটিক চৌধুরী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 






জীবনবোধের কবিতা -১৪



রসায়ন

ফটিক চৌধুরী


ততক্ষণ তুমি কিছুই জানো না
      যতক্ষণ না সকাল তোমায়
বলে দিচ্ছে : ওঠো।
তারপর দশদিগন্ত খোলা পেয়ে
           পাখির কলতান তোমায়
শিখিয়ে দিচ্ছে : কথার বর্ণমালা
এক একটি শব্দের অপূর্ব মূর্ছনা।

ততক্ষণ আমরা কিছুই জানি না
         যতক্ষণ না সূর্য তার আভা
ছড়িয়ে দিচ্ছে এই বিশ্ব চরাচরে।
এভাবে দিন পরিণতি পেতে থাকে
                  তৈরি হয় জীবনবোধ
আমরা একটি মৌল, জারিত হয়ে
পরিমিত জীবনে যৌগিক ক্রিয়ার
                   মাধ্যমে উত্তরিত হই।
জীবনবোধ একটি রাসায়নিক ক্রিয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন