জীবনবোধের কবিতা -১৫
এক-পৃষ্ঠা দু‐পৃষ্ঠা ঢেউ
বিকাশরঞ্জন হালদার
নিভৃতির খুশি মেখে শুরু হয় দিন
পথে আর প্রান্তরে পা ফেলা ডুবে যায় ধুলোয় কাদায়
ধান কাটা সারা হয়
সোনালী-জোছনায় ভরে ওঠে গোলা!
মালিন্য'কে পোষ মানাতে জীবন অপরিসর
এখানে বিষণ্ণ ছাইয়েও যেন লেগে থাকে সুখ
জারি থাকে জীবন অপার!
একাএকা হেঁটে চলা সে-ও তো পথ!
জীবন'কে প্রাণপনে চুমু খায় যে-জন রসিক
নোনা জলে ঢেউ ওঠে গাঙে ও গঙ্গায়
এক-পৃষ্ঠা দু-পৃষ্ঠা ঢেউ কবিতা'র অক্ষরে
সূর্য ওঠে প্রতিদিন সূর্য অস্ত যায়!

অসামান্য জীবন দর্শন ❤️
উত্তরমুছুন