শারদ অর্ঘ্য
মা আসছে —১২
নতুন রক্ত
বিবেক পাল
শরতের মিঠে রোদেলা সকাল, দুপুর—
আনমনে হেঁটে চলি দূর দিগন্তে সবুজের হাতছানিতে,
দীঘির কালো জলে পদ্ম, শালুকের অম্লান হাসি
তিরতিরে নদী জল ; চামর দোলায় শুভ্র কাশবন!
কনে দেখা আলোয় উদ্ভাসিত গোধূলি
সাঁঝ-বুকে আজানের কোমল স্বর,
সেঁজুতির শিখা কেঁপে কেঁপে ওঠে হিমেল হাওয়ায়
এ'জীবন খোঁজে মুক্তির আস্বাদ ।
ঋতু বৈচিত্র্যের লীলাভূমে ; প্রিয় ঋতু বসন্ত আমার
ডালে ডালে লালে লাল পলাশ শিমুল মাদার,
স্নায়ুতে স্নায়ুতে বার্তা পাঠায়--
'-----শিরদাঁড়ার গভীরে কোন নতুন পবিত্র রক্ত
জন্ম নিচ্ছে,জন্ম নিচ্ছে, তাই---
জননীর যন্ত্রণা আমার শরীরে ?'
শব্দহীন প্রবাহ--
আকাশে শুকতারা জেগে উঠেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন