শারদ অর্ঘ্য
মা আসছে —১১
গৃহদেবী
শুভঙ্কর দাস
রৌদ্রের শরীর বেয়ে নেমে আসে মাটিতে,
এই তো শস্যের আলপনা
এই তো নীল মেঘের ম্যাজিক
এই তো কাশফুলে রামকিঙ্কর কারুকার্য!
মাটি ভিজে ওঠে,হাহাকার করে ওঠে
রাক্ষসের চরাচর
ত্রিনয়নী মা আমার,তাঁর বিশ্বভুবন আঁচল
জন্মান্তরের ঘর।
খুব ভালো কবিতা পড়লাম দাদা
উত্তরমুছুন