শারদ অর্ঘ্য
মা আসছে -৬
মা
সুকুমার রুজ
নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে হয়
সত্ত্বায় রোপন করতে হয় সিদ্ধকাম
তন্ত্রীতে জড়িয়ে রাখতে হয় সুর তাল লয়
সিদ্ধ হতে গেলে দিনকে ভাবতে হয় মধ্যযাম ...
মা, তুমিই তো শিখিয়েছ এসব, নিজেকে
অতুলনীয়া রেখে অতুল স্নেহরসে
বেঁধেছ বিপদহীন দূরত্ব বজায় রেখে
ভাঙন বেঁধেছ তুমি কত ভালবেসে
তৃষ্ণা মেটানোর এমন গোপন আয়োজন
ছিল বুঝিনি কখনো, ক্রমে প্রকাশিত
তোমার অভিনব রূপের প্রকাশ, প্রয়োজন
হলে হতে পারতাম দুর্বিনীত
কিন্তু তুমি মোহন তুলি নিয়ে
সৃষ্টির রঙে আঁকলে আমার অন্তর
আমার ভেতর-বাহির ভিজিয়ে
কোমল করে চলেছ নতুন সত্ত্বা নিরন্তর।
সেই দিন থেকে আমি ঋণী
তোমার স্নেহের কাছে আমরণ
হৃদয়ে সঞ্চিত যত ফুলপাতা চিরদিনই
তোমাতেই হবে শুভ্র সমর্পণ।
ভালো লাগলো।
উত্তরমুছুনভালো লাগলো।
উত্তরমুছুন