শারদ অর্ঘ্য
মা আসছে—৭
আর্তি
অমিতাভ সরকার
১
মনের বাসে পুজো আসে; বছর শেষে মাটির-ঘাসে
পেঁজা তুলোয় মেঘের ভেলায় ধানের সোনায় ভালোবাসায়
নবীন আকাশ খোলা বাতাস, কাশফুলেরই চেনা সুবাস
মনের কোণে যে রঙ লাগায়, ফুলের বনে ঢেউয়ের দোলায়,
গেয়ে ওঠে পাখির কূজন,"পুজো এল,এল, রে শোন ”|
২
নতুন সকাল নতুন আলো দিনগুলো যাক একটু ভালো,
একটু হাসি ছোট্ট আশা, প্রাণের ঘরে খুুুুশি মেশা
সবার জীবন সুখেরই হোক, দুঃখ ভুলুক, কাটুকও শোক।
বাড়ী ফেরার মাটির টানে, মন যে ভাসে গানে গানে |
৩.
দুর্গা মায়ের শুভাগমন
সময় জানায় শুভ এ ক্ষণ।
মায়ের চেনা ডাকের ও সাঁজ,
ভুবন ভোলে খুশীই তো আজ।
পুজোর সুরে বাদ্যি বাজে,
আসেন যে মা সবার মাঝে।
মহালয়ার মহা-ভোরে
কথা সবার মনে পড়ে।
৪.
পুজোর দিনে বাড়ীর কথা
এ মন কাঁদায়, জমায় ব্যথা।
যা যা যাবার, ফেরে না আর
সেই সে আগের মতো।
তাদের যদি আজকে বঁধু
পাওয়া যেত আবার শুধু
পুজোর দিনে আবার মিলে
ভালো মজাই হতো।
৫
যা পুরাতন ফুটুক এ মন
ভরুক খুশী গৃহেরও কোণ;
নতুন আসুক সবাই হাসুক।
নতুন করে আবার ফিরুক নতুন ভালবাসা।
হারানো সব ভুলের ভুলে বাঁচুক মানুষ হৃদয়-খুলে,
সার্থক হোক মর্ত্যধামে মা দুর্গার এই আসা।
শারদীয়ার পরশ লাগুক,
পুজো সবার ভাল কাটুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন