শারদ অর্ঘ্য
মা আসছে-৫
আশ্বিন মানে মা আসছে
সমাজ বসু
বৃষ্টি বললো, যাচ্ছি...
কাশ বললো, যাচ্ছি বলতে নেই,বলো আসছি।
বৃষ্টি গেলো ফিরে—
কাশ দেখলো,কী ঝকঝকে আকাশ
অমল আলোয় ঝলমলে চারপাশ
এ কোন্ মাস?
হাওয়ায় দুলে শিউলি টগর জুঁই ...
বললো কাশের কানে কানে—
ভাবছিস কী তুই?
মন দিয়ে শোন্,ঢাকের কাঠি বাজছে
মায়ের হাতে দশ প্রহরণ সাজছে।
কাশ বুঝলো,কেন এমন হয়—
আশ্বিন মানে মা আসছে,আর কিছু তো নয়।
বাঃ
উত্তরমুছুন