শারদ অর্ঘ্য
মা আসছে—২
দশহাত
অমিত কাশ্যপ
এবার সমুদ্র নয়, পাহাড় নয়
মনুমাসি আসছেন না, টরেন্টো থেকে স্বদেশদাও
সেই জমজমাট পুজো দালান
এবার বেশ ফাঁকা ফাঁকা লাগবে
এই তো বছরে একবার
দেখা হয় সবার সঙ্গে
আনন্দে কটা দিন কাটে
এবার সবই অন্যরকম, একদমই
বাড়ির লোকেরাই করবে দোকান বাজার
ওই সাবেকি পুজো রক্ষার্থে
মা এবার কোনো হাতে অস্ত্র নিয়ে নয়
বরাভয় প্রদান করবেন দশহাতে।
এই বিভাগে আপনি আপনার অপ্রকাশিত ও মৌলিক
কবিতাটি পাঠিয়ে দিন মেল বডিতে টাইপ করে অঙ্কুরীশা-র পাতায়।।
ankurishapatrika@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন