মা আসছে—১
পালটি
বৈদূর্য্য সরকার
রোদ বা বৃষ্টির সাথে যারা পালটে নিয়েছে দল
তাদের পকেটে ঢোকে অনেক হাসিমুখের ছবি,
আমাদের চোখ টাটালেও কেয়ার করিনি কিছু
খেলা দেখে গেছি দশ বিশ বছরের কৃষিকাজ।
অনেককিছুর ওপর যারা মুতবে বলেছিল
শেষমেশ অভ্যস্ত হয়ে পড়েছে সরকারি ভাতে,
যারা সমাজ বদলে দেবে বলেছিল আজকাল
দেখি তারা জড়ো হয় বিলিতি মদের সস্তা ঠেকে
যারা কবিতা দিয়ে ভাঙতে চেয়েছিল দেওয়াল
তারা আনমনে লিখে যাচ্ছে 'বিজ্ঞাপন দেবেন না'।
কাউকে গিলে নিয়েছে প্রতিষ্ঠান কাউকে বা দল
কেউ মরেছে সংসারে আবার কারো টাকা অসুখ,
যারা বাজারে এখন করেকম্মে খাচ্ছে; বোঝা যায়
কার কোথায় কী যেন চুলকে যাচ্ছে নিয়ম মেনে ।
কেরানি মাস্টার কর্পোরেট দলগত বুদ্ধিজীবী
সকলের গুহ্যদ্বারে শূল হয়ে প্রবেশ করব
যে জিনিস তাকে বলা যেতে পারে প্রকৃত কবিতা,
কেউ কেউ চেষ্টা করেছিলেন যদিও সফলতা
ধরা দেয়নি বড় সহজে, কেননা আমরা জানি
কোনোদিন প্রসব বেদনা ছিল না খচ্চরদের ।
🙏লেখা আহ্বান🙏
প্রতিদিন বিভাগে অঙ্কুরীশা-র পাতায় শুধু কবিতায়... শারদ অর্ঘ্য অর্পণ করুন— 'মা আসছে'—এই বিষয়ে আপনি আপনার রচিত শ্রেষ্ঠ মৌলিক ও অপ্রকাশিত কবিতাটি মেল বডিতে টাইপ করে আজই পাঠিয়েদিন অঙ্কুরীশা পত্রিকার মেলে...
ankurishapatrika@gmail. com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন