লেবেল

শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

স্বাধীনতার ৭৫।। মুক্ত গদ্য -২৭।।E.Magazine।। Bengali poem in literature।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





স্বাধীনতার ৭৫

মুক্ত গদ্য -২৭




স্বাধীনতা ৭৫

 দেবাশিস মিত্র


আজ অবশ্যই আমাদের খুব খুশি আর আনন্দের দিন। সাতচল্লিশের স্বাধীনতার পর একটু একটু করে আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে এগিয়েছে এবং আজ এই বিশ্ব মাঝে নিজের এক সম্ভ্রম জাগানো জায়গা করে নিয়েছে। একজন ভারতবাসী হিসেবে আমি গর্বিতবোধ করি। শিল্প, কৃষি, প্রতিরক্ষায় আমরা এক মর্যাদাপূর্ণ জায়গা গ্রহণ করতে পেরেছি । কিন্তু তবু এখনো অনেক কাজ যে বাকি রয়েছে। দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, যে স্বপ্ন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা দেখেছিলেন সেই সমাজ ব্যবস্থা কি দেশের আম আদমি পেয়েছে! সিংহাসন লাভের জন্য গালভরা প্রতিশ্রুতির বন্যা আর তারপর  ব্যক্তিগত স্বার্থে সকল ন্যায়নীতি জলাঞ্জলি দিয়ে নিজ পরিবার ও প্রিয়জনদের উদরপূর্তি! 


আমাদের দেশের উদারতা শিখিয়েছে সকল ধর্ম আর সকল শ্রেণীর মানুষকে আপন করে নিতে। কিন্তু আজও এই সমাজ থেকে জাত ও ধর্মের ভেদাভেদকে উপড়ে ফেলতে পারলাম কই! এই অসহায়তার মধ্যেই আমরা বছরের পর বছর এগিয়ে চলেছি। আসুন না, আজ "স্বাধীনতা ৭৫ " এর মহান লগ্নে আমরা সকলে মিলে আমাদের প্রিয় দেশ ভারতবর্ষকে সাজিয়ে তুলি, যেখানে দাঁড়িয়ে আমরা অন্তরের গভীর থেকে বিশ্বাসের সাথে বলতে পারবো, " সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।"

আজকের "স্বাধীনতা৭৫" এর আনন্দময় উপস্থিতিতে শ্রদ্ধা ও ভালোবাসায় মন্ডিত এই আশাই রইলো আমার প্রিয় দেশের জন্য।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন