শারদ অর্ঘ্য
মা আসছে —৪
মা আসছে.
অশোক রায়
যখন তখন ঝরছে আকাশ অন্য সময় পচা গরম
শ্রাবণ ফুরিয়ে ভাদ্র এল আর তো মাত্র কটা দিন
আশ্বিনের ধ্বজা উড়বে নির্মল বাতাসে
এখনো বড় কোনো ঘূর্ণিঝড় আসেনি ধেয়ে
কৌটো বন্দি কে জানে কোন সাগরে
মা আসবেন, তাই ভয় উঁকি দেয় মনে
না, আজ আর কোনো ঋণাত্বক ভাবনা নয়
নয় সারা বছরের দুর্ভাবনার পাহাড় ঘাঁটা
ছেলেমেয়ের নিয়ে মা আসছেন সেটাই বড় কথা
সবাই ছোটে অন্তরের গভীর বন্দরে
তাক ধিনা ধিন বোলে মুকুল ফোটে উৎসবের
সুখের ভারত সাগরে শুধু অনাবিল খুশি ভিক্ষা চাই।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন