স্বাধীনতার ৭৫
মুক্ত গদ্য—২৮
নিরর্থক!
বিকাশরঞ্জন হালদার
স্বাধীনতা! " স্বাধীনতা মানে স্তনের ওপরে দাঁত " " স্বাধীনতা মানে রক্ত চেটেছে বাঘ! " নৈমিত্তিক এ-দৃশ্যের আজ পর্যন্ত কোন যবনিকাপাত নেই! কি নিষ্ঠুর বহমানতায় বয়ে চলেছে পৈশাচিক অন্ধকার! বয়ে চলেছে মৃত্যুর মিছিল! লাগাতার! প্রতিবাদ নিরর্থক! রাত্রির পথে একটিবারও পা বাড়ানোর কোন স্বাধীনতা নেই স্বাধীন-দেশের মেয়েদের! সে আদৌ বাড়ি ফিরবে কি ফিরবে না, নির্ভর করে তার নিয়তির ওপর! এই-তো স্বাধীনতা! শিক্ষার স্থান নির্ণয় করতে বসলে, মাথায় ওঠে হাত! লক্ষ্য শূন্য'ই থেকে যায় একজন শিক্ষিত ছেলেমেয়ে'র লক্ষ-বাসনা! হতাশা প্রবল আকারে ঘিরে ধরে! দ্রুত সামনে এসে দেখা দেয় মৃত্যুর-চৌকাঠ! অতএব যুপকাষ্ঠে বলীর প্রাণীর মত গলা বাড়িয়ে দিতে হয় ! শিথিল হয় সংকল্প! সাধারণ মানুষের জীবনে নির্ধারিত হয় উঞ্ছবৃত্তি! মানুষের জীবন বোঝার মত ভারী হতে হতে বিরক্তিতে বিষিয়ে ওঠে! পৃথিবী অসুস্থ আজ! সত্যিই বড় অসুস্থ! স্বাধীনতা - এক স্বাধীনতাহীন, শালীনতাহীন, অত্যাচারের হাত বদল! লজ্জায় লাল হয়ে ওঠে অন্তর! মাথা উঁচুই হয় না! মর্যাদাহীন সময় বয়ে চলে জীবনের ওপর দিয়ে! মানুষ ভেতরে ভেতরে শবে'র মত অনর্থক হয়ে পড়ে! রেল-লাইনের পাশের বিস্তর ঝুপড়ি'তে, নিতান্ত পোকামাকড় সংসারে হামাগুড়ি দেয় নিরাপত্তাহীন শিশু ও শৈশব! স্বাধীন-দেশের অর্থনীতি চরিত্র হারায়! ক্ষমতাসীন জোচ্চোরের হাতের মুঠো ভরে ওঠে হাজার-হাজার কোটি টাকায়! উঃ! কত-কী'সব বকবক করছি! আমি কি পাগল হয়ে গেলাম! আমি পাগল! জানিনা! স্বাধীনতার ৭৫ বছরে এগিয়ে এসে দেখি, জীবন এসে দাঁড়িয়েছে খাদের কিনারে! হাহাক্কারে যাপন যাতনাময়! মা-গো, তুমি কোথায় মা! দেশ-জননী, জননী আমার!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন