লেবেল

সোমবার, ২৯ আগস্ট, ২০২২

শারদ অর্ঘ্য।। মা আসছে —৩।। বল্মিক স্তূপ — অজিত বাইরী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




শারদ অর্ঘ্য 

মা আসছে —৩



বল্মিক স্তূপ   

অজিত বাইরী



শ্রাবণ-মেঘে ডেকেছে আকাশ;

গোধূলি লগ্নে কনে-দেখা-আলো ফুটেছে

পৃথিবীর মুখে।

আমার দৃষ্টি এখন পশ্চিমের মাঠে;

মাঠের বুক চিরে চলে খেছে গেরুয়া পথ

এই পথে গিয়েছি বহুদিন বহুদূর।

বৃষ্টি নামলে খালি মাঠ ভরে উঠবে সবুজ ধানের চারায়,

তখন শুধু চারপাশে সবুজের ঢেউ।

এখন ঐ মাঠের ভেতর থেকে

অদ্ভুত শূন্যতার রাগিণী ফুটে উঠছে

ছড়-টানা বেহালার সুরে।

বুকের ভেতর যেন সূক্ষ্ম শিরাজাল ছিঁড়ে যাবে

এমন তীক্ষ্ম ক্ষুরের মতো সেই সুর।

আমি যেন কোন্ অতীত-দূরত্বে হারিয়ে যাচ্ছি ক্রমশ

আমার সমস্ত স্নায়ু নিশ্চল হয়ে আসছে ।

এই বৃহৎ জগতের কোথাও কী

বেদনা স্তূপীকৃত হয়ে আছে?

যতই দিন কমে আসছে জীবনের

সেই শূন্যতাকে বেশি করে অনুভব করছি।

আস্তে আস্তে আমি যেন বল্মিক স্তূপ হয়ে যাব;

সেদিন যেন সেই বল্মিক স্তূপের ভেতর থেকে

নতুন জন্মের কোন কবি রচনা করে অমৃত শ্লোক।








এই বিভাগে আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত সেরা কবিতাট   পাঠিয়েদিন মেল বডিতে টাইপ করে অঙ্কুরীশার পাতায়


মেল— ankurishapatrika@gmail.com





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন