অণুগল্পের আড্ডা -৩১
নাই যদি রোস নাই র'বি
সুবীর ঘোষ
প্রদীপ্ত শুধু স্কুলটা গ্রামে পড়েছে। তারপর দিল্লি হয়ে আমেরিকা। সেখানে চাকরি পেয়ে প্রজেক্টের কাজে বর্তমানে নাইরোবিতে। কিছুদিন ছুটি পেয়ে সে গ্রামে এসেছে। তার বাবা প্রদীপবাবুও অবসরজীবন কাটাচ্ছেন গ্রামেই। রাস্তায় বেরিয়ে তার সঙ্গে দেখা হয়ে গেল মন্ডলপাড়ার বিধুজ্যাঠার সঙ্গে। বয়সের ভারে ও দৃষ্টিশক্তির দুর্বলতায় প্রদীপ্তকে ভাসা ভাসা চিনতে পারলেন।
প্রদীপ্ত শুধু স্কুলটা গ্রামে পড়েছে। তারপর দিল্লি হয়ে আমেরিকা। সেখানে চাকরি পেয়ে প্রজেক্টের কাজে বর্তমানে নাইরোবিতে। কিছুদিন ছুটি পেয়ে সে গ্রামে এসেছে। তার বাবা প্রদীপবাবুও অবসরজীবন কাটাচ্ছেন গ্রামেই। রাস্তায় বেরিয়ে তার সঙ্গে দেখা হয়ে গেল মন্ডলপাড়ার বিধুজ্যাঠার সঙ্গে। বয়সের ভারে ও দৃষ্টিশক্তির দুর্বলতায় প্রদীপ্তকে ভাসা ভাসা চিনতে পারলেন।
---তুই প্রদীপ তো?
---না, আমি প্রদীপ্ত।
---তুই না কী বিলেতে থাকিস?
----না, মানে ঠিক বিলেত নয়, নাইরোবি।
---ভালো লাগে বাড়ি ছেড়ে অদ্দূরে থাকতে?
---লাগে না, কিন্তু চাকরি বলে কথা!
---তা, ওখানে যদি নাই রবি তো নাই র! বিলেত কী আর একটুখানি!
---না, আমি প্রদীপ্ত।
---তুই না কী বিলেতে থাকিস?
----না, মানে ঠিক বিলেত নয়, নাইরোবি।
---ভালো লাগে বাড়ি ছেড়ে অদ্দূরে থাকতে?
---লাগে না, কিন্তু চাকরি বলে কথা!
---তা, ওখানে যদি নাই রবি তো নাই র! বিলেত কী আর একটুখানি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন