অণুগল্পের আড্ডা -৩২
ভিক্কে
দীপক বেরা
এলাকার বিখ্যাত পকেটমার, 'গুরু'র.. 'জম্মোদিন' আজ।
— " কামাল কিয়া ভাই, 'হাত কি সাফাই, আজ কি কামাই',.. আজ একটা করকরে পাঁচশো হাতিয়েচি। আমার জম্মোদিনে তোদের আমি 'ফুটপাতের ব্রিয়ানি' খাওয়াবো। "
— " ইয়ে দোস্তি, হাম নেহি ছোড়েঙ্গে "..ঘন্টা গান ধরেছে..
— " যাই বলিস, ঘন্টাটা কিন্তু হেব্বি গায়! ".. ফটকা বলে ওঠে।
— " এ্যায়, চোপ বে শালা! জানিস না, ও ব্যাটা ভিক্কে করে। নোকের কাছে হাত পাততে নজ্জা করে না ওর? " .. গুরু ঝাঁঝিয়ে ওঠে।
সবাই চুপ করে যায়, কেউ আর 'টুঁ' টি শব্দ করে না।
'জম্মোদিন'-এর মস্তি করতে রাত হয়ে যায়। পেট ভরে 'ফুটপাতের ব্রিয়ানি' খেয়ে বন্ধুরা সবাই মিলে ফুটপাতেই সটান লম্বা ঘুম দিল।
ভোরবেলার দিকে একটা বিকট আওয়াজে ওদের ঘুম ভেঙে যায়। লোককজনের ছোটাছুটি, চিৎকার! ওরাও সবাই ছুটে যায় ভিড়ের দিকে। রেলিংয়ে ধাক্কা মেরে একটা গাড়ি সজোরে বেরিয়ে গেল.. চারদিকটা রক্তে ভেসে যাচ্ছে.. ইতিমধ্যেই পুলিশ এসে যায়।
— " ওরে বাবা, এ তো একেবারে বাজে কেস! গাড়ির নাম্বারটা কেউ দেখেছেন? ".. কোনো উত্তর নেই.. অফিসার কনস্টেবলকে বললেন,
— " লাশটা মর্গে পাঠিয়ে জায়গাটা খালি করে দিন। "এবার 'গুরু', অফিসারের পায়ে পড়ে যায়।
— " আপিসার বাবু গো, আমার মাকে কোত্তাও নে যাবেন না গো। আমি মাকে পোড়াবো! আমায় কটা টাকা 'ভিক্কে' দিবেন গো বাবুমশায়রা? আমার পাপের ট্যাকায় মা যে আমার পুড়বে না গো! দেন না কটা ট্যাকা 'ভিক্কে'!"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন