অণুগল্পের আড্ডা -৩০
আশা পূরণ
সুনীতা ব্যানার্জী
পূণ্য রথযাত্রায় ভিড় ঠেলে যতবার এগোতে যায় কমলা,
জনস্রোতে ঠেলা হয়ে পড়ে পথের ধারে ।"এযেন"সমুদ্রে ফেলে দেওয়া জিনিস স্রোতে হাবুডুবু খেয়ে আবার তীরে এসে ঠেকে ।
'তার আশা' একটি'বার -শুধু একটি'বার -তাঁকে দেখা, আর তার এই জীর্ণশীর্ণ হাতে রথের রশির স্পর্শটুকু পাওয়া ।
"যেভাবে"সেতুবন্ধনের সময়" ক্ষুদ্র কাঠবেড়ালীও ধন্য হয়েছিল সেই ভাবে ।একটু জিরিয়ে উঠে দাড়াল আবার। 'আদিরথ'তখন হাতের নাগালের বাইরে ।'আশাহত হৃদয়ে' সেইদিকে তাকিয়ে ভিজে যায় চোখ ।'দীর্ঘশ্বাস ফেলে 'ফিরে যেতে উদ্যত হলে ' দেখে'"জয়ধ্বনি তুলে"গাঁ'ঘেষে এগিয়ে চলেছে ছোট'বড় অসংখ্য রথ । আহা! কি অপূর্ব --'চৈতন্য এলে দুহাত তুলে -"হায় ঈশ্বর ' তুলসী পাতার আবার ছোট, বড় ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন