লেবেল

সোমবার, ১৬ মে, ২০২২

শুধু কবিতায়... প্রকৃতি -ই সুর সংখ্যা -১৮।। বানীব্রত।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





প্রকৃতি -ই সুর সংখ্যা -১৮

বানীব্রত



 ভাঙ্গাগড়া


যে নদীটা পাড় ভেঙ্গেছে
সেও উজানে বয়,
যে ঝর্ণায় বাঁধ পড়েছে
সেও স্রোতস্বিনী হয়।

যে মানুষটার মন খারাপে
বেহাগের সুরে কয়
তোমারই তরে মোর ভালোবাসা
মনের গহীনে রয়।।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন