প্রকৃতি-ই সুর সংখ্যা —১৭
বিকাশরঞ্জন হালদার
১.
অনুসার-ক্রমে
বৈশাখী চাঁদের মৃত্যু,জন্ম দেয় শোক।
পাখি খসে পড়ে সংবাদে। মুগ্ধতা মুখ ঢাকা দেয়, সাঁঝ যদি জোনাকি হারায়!
কাটা গাছের গলা জড়িয়ে, একবারও কি কেঁদে ওঠেনা, পোড়া দেশের কোনো না কোনো মানুষ?
মরুভূমি প্রবল হলে, নির্জন হয় অন্তর!
অনুসার-ক্রমে আজ আমরা - সেই সব শীত-গ্রীষ্ম-বর্ষার কাঙাল!
২.
শিকড়-সংক্রান্ত
শিকড়-সংক্রান্ত মনোভূমিতে, বীজের চরাচর।জেগে থাকে জীবন-পার্বন!
একটা সূর্য
উল্লেখযোগ্য ছায়া জন্ম দেয় ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন