আজকের কবিতা
শ্রীমন্ত দাস
সুপ্রভাত
পাহাড়ের ঢালে
রবি খেলে একি,
পাখির ডাকে হঠাৎ জাগে
একটি ছোট্ট খুকি।
ঘাসের ছোট্ট একটি ফুল
আলিঙ্গনে নামতে বলে,
ঝোঁপ থেকে মারছে উঁকি
আমায় একটু দাও না ঠেলে।
ব্যস্ত কাজে সবাই আছে
মাঠে কাটে ফসল চাষা,
নৌকা বাইছে মাল্লা মাঝি
যত্নে বুনছে বাবুই বাসা।
ভোরের স্নিগ্ধ মলয় বায়ে
প্রত্যহ কসরত করো,
মনের জানালা খুলে দিয়ে
স্বাস্থ্য গড়তে ডন মারো।
কেমন আছো জানতে চাইছি
অপরূপ দৃশ্যে আমরা মেতে,
প্রকৃতি বলছে মুগ্ধ হয়ে,
"শুভ কামনা সুপ্রভাতে"।
Poem-Good morning
Written by Srimanta Das
On the slope of the hill
the Sun is shinning,
a little girl wakes up suddenly
by the birds twittering.
A little flower of grass
Peeks from the bush
and says to come down
to embrace and push.
Busy all are doing continue
Farmers are cropping in the field,
Boatmen are boating thier boats
Weaver birds carely nest build.
Open the windows of your mind
in the fresh air of morn,
We all should practice everyday
to make good health do dawn.
Want to know how are you?
Enjoy we scenes of charming,
Nature is replying with joy,
"wishing you very good morning".
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন