বসন্ত এসে গেছে -৬০
সন্দীপ সাহু
ভালোবাসি তোমায়
প্রেম ধ্যান হয়ে,
বসে ঠিক হৃদ-ঝরনার নীচে!
ঝরনা ধ্যান ধুয়ে মধ্যগতি
নিম্নগতিতে বয়ে চলে
রয়ে রয়ে মোহনার দিকে।
মোহনায় তুমি নেই! রেখে গেছো
স্মৃতির চাপে ফসিল হওয়া
বিবর্ণ গোলাপের পাপড়িগুলি!
ধ্যান-জলে আবার লাল হয়ে যায়!
পাপড়িগুলি আবার জোড়ো লাগে!
হৃদে লালন করি ওমে!
নিভৃতে প্রতিদিন তুমি এসে
লাল গোলাপে চুম্বন রেখে যাও!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন