বিশ্ব কবিতা দিবস-৩
ভক্ত গোপাল ভট্টাচার্য
বিশ্ব কবিতা দিবস
কবি তার শিল্পরূপ সৃষ্টি করেন কবিতার মধ্য দিয়ে
যুগে যুগে শৈল্পিক বিন্যাসের সম্পূর্ণতার
বিচিত্র সমাবেশ প্রতিটি অংশ নতুন মাত্রায়,
শিল্প সৌষ্ঠব নির্ভর করে গঠন বিন্যাসে
নানা অভিজ্ঞতা চিন্তা ভাবনা স্বার্থবিরোধী ভাব
টুকরো টুকরো সংলাপ পটভূমির
বিস্তৃতির মধ্যে স্থান করে নেয়
কবির নানা উপলব্ধি, দর্শন ও অভিজ্ঞতা
মধ্য দিয়ে শিল্পসৃষ্টির স্বার্থকতা পায়
নিজেকে আয়নায় দাঁড়িয়ে দেখা
চিন্তার ব্যপ্তি উপলব্ধির গভীরতা
জীবন সমন্ধে , বর্তমান জগৎতের ঘটনাবলি
শতাব্দীর পর শতাব্দী কবিতা আর্কষন করে চলেছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন