বসন্ত এসে গেছে -৪২
শান্তা চক্রবর্তী
মানবীকথা
১.
এ জীবনে, এই মানবী জীবনে কতবার ই তো হল, ছন্দপতন
বে-সুরে বাজল পূরবীতে সানাই
একটি ও কোকিল ডাকল না মাতাল বসন্তে!
ভরা বর্ষায় জলহীন নদীনালা তৃষ্ণায় ফেটে যায় ছাতি -
কতবার ই তো নিভল দীপ, আকাশীতান্ডবে তছনছ গেরস্থালী
তবুও এই পাথুরে মাটিতে নিতান্ত অ-সময়ে একটি রক্তগোলাপ কীভাবে ফুটে আছে!
২.
পুরোনো পোষাক বদলানোর মতো প্রেমিকা বদলায় যাঁরা
পুরুষসিংহ ভূষণে খ্যাতিমান তাঁরা
পুরাণ-কথায় শ্রীকৃষন সেই পুরুষোত্তম
ষোড়শগোপিনীর হৃদয়হরণ!
প্রেমযমুনায় নাগিনীর বিষ
কানুপ্রেমে মিশে থাকে কালকূট
দুধেভাতে কাটে বেলা, রুক্মিণী ভামিনী
বিরহজলে ভাসে একা রাধাবিনোদিনী!
দুটি কবিতাই খুব সুন্দর। অনন্য সৃজন।
উত্তরমুছুন