লেবেল

বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। আগষ্ট সংখ্যা।। ।। স্বাধীনতা — ৫।। স্বাধীনতার সকাল — বিকাশ চন্দ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




  

     ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  আগষ্ট  সংখ্যা।। 

     ।।  স্বাধীনতা  — ৫।।














স্বাধীনতার সকাল 

বিকাশ চন্দ

মাটি ও বুকের কাছে নেমে আসে শূন্যের মুক্ত আকাশ
ধূম লেগেছে গাছে সকল বর্ণের ফুলে স্বদেশী হাওয়ায় 
কপালে মাটি ছুঁলে মনে হয় শ্রীচরণেষু মায়ের পুজো 
সার্বভৌম হাওয়ায় ভাসে আমদের সকল ভাষা গান

যেমন পরিযায়ী শরীর জুড়ে জাগে রক্ত শ্রম ঘাম
মাটি ছুঁয়ে বাঁচার কথা যাদের তাদেরও আশ্রয় টানে
কপর্দকের হিসেব নিচ্ছে দিচ্ছে প্রাণের জন্য ত্রাণ
একালের ক্ষুদিরামের মা জানে শোনে আর্তনাদ
দুর্দিনেও আনন্দ ধাম খোঁজে সকল ক্ষুধিত পাষাণ 

ডানা মেলেছে পাখির  ঝাঁক জানে চেনা আসমান 
মুক্ত ভোরের সূর্য আলোয় ভাসে গান সবুজ মাঠের
বদলে যাওয়া সময় ভুলে যায় দেশটা কাদের
তেরঙ্গা পতাকা ওড়ে আজও শহীদের প্রশ্বাসে
নীলকর ফিরে গেছে কেউ দেখে নীল জন্মভূমি 
শোণিত রঙে ভেসে যায় গৈরিক দিগন্তের জমিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন