লেবেল

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। আগষ্ট সংখ্যা।। ।। স্বাধীনতা — ৩।। পথক্রম —সুধাংশুরঞ্জন সাহা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




  

     ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  আগষ্ট  সংখ্যা।। 

     ।।  স্বাধীনতা  — ৩।।




পথক্রম 

সুধাংশুরঞ্জন সাহা 

অনেক ফুল আর ফল সহ গাছেরা বেঁচে থাকে,
সবুজ ছড়িয়ে পড়ে অনেক দূর পর্যন্ত।
ফলও ছড়িয়ে যায় দেশ দেশান্তরে,
জন্ম হয় নতুন চারাগাছের।
গাছের পাতা জড়িয়ে রাত নামে, অন্ধকার গাঢ় হয়।

গাছেদের শরীর জুড়ে অখণ্ড নীরবতা,
আর হলুদ পাতায় গাঢ় বিষণ্নতা 
আমার মনে ছুরির তীব্র ফলার মতো বিঁধতে থাকে।

তবু হাঁটার পথক্রম শেষ হয় না।
মাটির সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতা মাখে...
হাঁটাহাঁটি অভিনব পথের সন্ধান দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন